সৌম্যকে নিয়েতো কম আলোচনা হয়নি। কখনো ভালো করছেন তো, কখনো মন্দ। বাদ পড়ছেন, আবার ফিরেও আসছেন। আসন্ন এশিয়া কাপে সামনে ম্যাচে তার দলে থাকা একরকম নিশ্চিত। সেক্ষেত্রে, ওপেনিংয়ে না হলেও ৬/৭ নাম্বারে ব্যাট করতে হতে পারে। কতটুকু আত্মবিশ্বাসী সৌম্য?
তিনি বলেন, আমি যেখানেই ব্যাটিং করি চেষ্টা থাকবে ভালো করার। নিজে ভালো করলেই দলের ভালো হবে।
চলছে জোর প্রস্ততি। এশিয়া কাপের জন্য নিজেদের ঝালিয়ে নেয়ার সব চেষ্টাই করছে ক্রিকেটাররা। স্টিভ রোডসের পাঠলাশায় ছাত্রদের শরীরী ভাষায় দেখা গেছে প্রচণ্ড আগ্রহ। তারপরও ক;জন ক্রিকেটারের মাঠের বাইরের ঘটনায় বিব্রত ক্রিকেটাঙ্গণ। প্রকাশ্যে না এলেও সৌম্য সরকারের বিরুদ্ধেও অভিযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশ্নটা তাই সৌম্যর কাছে। নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাব পড়বে কি মাঠের ক্রিকেটে?
এ প্রশ্নের উত্তরে সৌম্য বলেন, যেসব বিষয় আলোচনায় এসেছে সেগুলো ভুলে আমরা চেষ্টা করছি মাঠের খেলায় মনযোগী হতে।
নিজের স্বাভাবিক ক্রিকেট খেলতে চান সৌম্য। আর সেটা হবে বরাবরের মত আক্রমণাত্মক। কোচের বার্তাও নাকি সেরকমই।
এশিয়া কাপে পাকিস্তানের চেয়ে নিজেদের স্পষ্টত এগিয়ে রাখছেন সৌম্য সরকার। পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়েও চিন্তিত নন তিনি। ভাবতের চান নিজেদের নিয়ে। স্বীকার করলেন, তিনিসহ জুনিয়ররা রাখতে পারছেন না যথেষ্ট ভূমিকা। এবার সেই ক্ষত কাটিয়ে উঠার প্রতিশ্রুতি দিয়েছেন সৌম্য।