গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন।শনিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
পরে সেখানে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত পরিবারের অন্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ রেহানা ছাড়াও বঙ্গবন্ধু পরিবারের সদস্য, স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছান। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে টুঙ্গিপাড়ায় কিছু সময় কাটিয়ে আজই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।