মাহিনের কন্যারা

0
583

মাহিনের কন্যারা

মানিক বৈরাগী

ঢেউ জড়ানো পাতাদের সুরভী ছড়ানো
ঝাউয়ের গান শুনি
তীরে বসে উচ্ছল ঢেউয়ে বৃষ্টির খেলায় মুগ্ধ থাকি
মরুর ক্যাকটাস ফলের সাথে কাটাল রসের
যৌগ রসায়নে উত্তপ্ত ভুদভুদ বাজনা শুনি
জল জোসনায় ধীরলয়ে আসে জলপরি
আমি অপার হয়ে ছলচ্ছল হাসি শুনি
তুমি কি দেখতে পাও সখি অদৃশ্যের দৃশ্য
তুমি কি শুনতে পাও জলদেবের মেঘরাগ
কখনো কি পান করেছ?অমৃতের ফলজ শরাব
নৃত্য করিনা একা গাইনা একা গান
আমরা যে সমবেত সুফিয়ানা, ইসকে দেওয়ানা
আমাদের দেহ থাকে, কলব লুটে উর্ধ্বালোক
আরাফ আরসে “মাহিনের ঘোড়া”ছুটে আসে মর্ত্য লোকে
সেই “ভেজা মেঘের দুপুরে”মাহিনের কন্যারা
আর্তনাদের আদর্শ খেয়ে বাঁচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here