ঢেউ জড়ানো পাতাদের সুরভী ছড়ানো
ঝাউয়ের গান শুনি
তীরে বসে উচ্ছল ঢেউয়ে বৃষ্টির খেলায় মুগ্ধ থাকি
মরুর ক্যাকটাস ফলের সাথে কাটাল রসের
যৌগ রসায়নে উত্তপ্ত ভুদভুদ বাজনা শুনি
জল জোসনায় ধীরলয়ে আসে জলপরি
আমি অপার হয়ে ছলচ্ছল হাসি শুনি
তুমি কি দেখতে পাও সখি অদৃশ্যের দৃশ্য
তুমি কি শুনতে পাও জলদেবের মেঘরাগ
কখনো কি পান করেছ?অমৃতের ফলজ শরাব
নৃত্য করিনা একা গাইনা একা গান
আমরা যে সমবেত সুফিয়ানা, ইসকে দেওয়ানা
আমাদের দেহ থাকে, কলব লুটে উর্ধ্বালোক
আরাফ আরসে “মাহিনের ঘোড়া”ছুটে আসে মর্ত্য লোকে
সেই “ভেজা মেঘের দুপুরে”মাহিনের কন্যারা
আর্তনাদের আদর্শ খেয়ে বাঁচে।