জনমত সৃষ্টিতে কাজ করছে বিএনপি

0
297

দেশইনফো প্রতিবেদক: এই মুহূর্তে বিএনপি তিন এজেন্ডা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি, জনমত সৃষ্টি করে জোটের পরিসর আরও বাড়িয়ে ঐক্য সৃষ্টি করা এবং সর্বশেষ সবাইকে নিয়ে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদলের সংগঠন রুনেসা আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, বিএনপি সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, মোকাম্মেল কবীর, নিসতিয়াক আহমেদ রাখি, আবদুর রহিম কালু, আমিনুর রহমান জিন্নাহ উপস্থিত ছিলেন।

মওদুদ বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ আওয়ামী লীগের সময়কালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগের দুর্নীতির কারণে লাখ লাখ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। আরেকটি হলো রক্ষীবাহিনী। তাদের অত্যাচারে দেশের প্রায় ৪০ হাজার বিরোধী দলের নেতাকর্মী খুন হয়েছে। সবশেষ, একদলীয় স্বৈরাচারী বাকশালী শাসনব্যবস্থা তারা কায়েম করেছে। এই তিন কলঙ্ক থেকে তারা মুক্ত হতে পারবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশের কাছে বর্তমান প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন। ভারত থেকে প্রধানমন্ত্রী কিছুই আনতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here