বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সাকিব-মাহমুদউল্লাহ

0
249

দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান বলেছিলেন,‘ টি-টোয়েন্টি সিরিজে আফগানরাই ফেবারিট।’ দেরাদুনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানরা আগে ব্যাট করতে নেমে ফেবারিটের মতোই শুরু করেছে। যদিও সাকিব-মাহমুদউল্লাহ বল হাতে নিয়ে পর পর উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় তারা ১৪ ওভারে ৪ উইকেটে ৯১ রান তুলেছে।

রাজীব গান্ধী স্টেডিয়ামের অভিষেক ম্যাচে টস জিতে আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাইয়ের হাত ব্যাট তুলে দেন। শুরু থেকেই দু’ওপেনার বাংলাদেশের বোলারদের ওপর ছরি ঘোরাতে শুরু করেন। উসমান গনি আর মোহাম্মদ শাহজাদ উইকেটের চারপাশ দিয়ে বলকে সীমানা ছাড়া করতে থাকেন।

অবশেষে ৬২ রানে গনিকে সরাসরি বোল্ড করেন রুবেল হোসেন। তার আগে ২৪ বলে ২৬ করেন গনি। তারপরও রানের গতিকে আটকানো যাচ্ছিল না। সাকিবকে রিভার্স মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন শাহজাদ। ৩৭ বলে ৪০ রান করেন আফগান এই ওপেনার। থিতু হওয়ার আগেই নাজিবুল্লাহ জাদরানকে ফেরান মাহমুদউল্লাহ। ওই ওভারেই মোহাম্মদ নবীকে শুন্য রানে ফেরান তিনি। মাহমুদউল্লাহ প্রথম ওভারে ১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সাকিব আর রুবেল।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here