নার্সিং একটি মহৎ পেশা। অসুস্থ অবস্থা্রয আমরা যাদের কাছে পাই তারাই হলেন নার্স। তারা অক্লান্ত পরিশ্রম করে একজন রোগীকে সুস্থ করে তুলেন। একটি উন্নত রাষ্ট্র গঠনে দরকার সুস্থ্য জাতি। আর সুস্থ্য জাতি গঠনে নার্সদের গুরুত্ব অপরিসীম।
রোববার ( ৩ জুন ) রাজধানী ঢাকার শাহবাগে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, একজন রোগী দেখতে গেলে অনেক সওয়াব হয়। তাহলে যারা রোগীর সেবা করেন তারা কত সওয়াব পাবেন। আর এই সওয়াবের কাজটি করে যাচ্ছেন আমাদের নার্স ভাই-বোনেরা।
তিনি বলেন, একটা সময় নার্সিং পেশাকে অবহেলা করা হত। কিন্তু জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিব নার্সিং পেশার অবহেলার বিষয়টি উপলব্দি করেছিলেন। নার্সদের নিয়ে তার অনেক পরিকল্পনা করেছিলের। কিন্তু ঘাতকরা তাকে হত্যা করে তার পরিকল্পনা থমকে দেয়। তবে তারই সুযোগ্য কণ্যা ২১ বছর পর সরকার গঠন করে নার্সদের উন্নয়নে কাজ করেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সিং পেশাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। স্বাস্থ্য খাতকে করেছেন আলোকিত। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে।
নার্সদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সময় এসেছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে আওয়ামী লীগে আবারো নির্বাচিত করতে হবে।
অনুষ্ঠানে স্বানাপের নেতৃবৃন্দরা বলেন, সম্পতি এক প্রজ্ঞাপনে খাদ্য মন্ত্রনালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) বেগম শিরিনা দেলহুরকে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে সংযুক্ত করায় অনুষ্ঠানে স্বানাপের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানাই। আগমী এক সপ্তাহের মধ্যে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
স্বাধীনতা নার্সেস পরিষদের(স্বানাপ) আহবায়ক রাশিদা খানম সভাপতিত্বে স্বানাপ নেতা মাজহারুল ইসলাম জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাংগঠনিক সম্পাদক মো.মনিরুজ্জামান উজ্জ্বল ও হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ, নার্গিস আক্তার মুন্নি প্রমুখ।