দুই ছিনতাইকারীকে গুলি করলো পুলিশ, অত:পর যা হলো

0
490

শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দেড়টার দিকে মোটরসাইকেলে ওই দুই ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ বিষয়টি টের পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন রাস্তায় বেরিগেড দিয়ে তাদের গতিরোধ করার চেষ্টা করে। এসময় ওই দুই যুবক চাপাতি ও পিস্তল বের করে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়।
এতে দুই ছিনতাইকারীর পায়ে গুলি লাগে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- বিল্লাল হোসেন কবির (৩৫) ও সালমান (২৮)।

তারা নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকার বাসিন্দা। আহতের যুবকদের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে শাহবাগ শিখা চিরন্তন সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, মোটরসাইকেল, চাপাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here