সিনিয়ার রাই একমাত্র ঘুরিয়ে দিতে পারেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মোড়

0
719

বালাদেশ-পাকিস্তান ম্যাচটি কার্যত রূপ নিয়েছে এশিয়া কাপের সেমি-ফাইনালে। জয়ী দল খেলবে ফাইনালে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর পাকিস্তানের জ্বলে ওঠার নজির আছে অসংখ্য। সেই বাস্তবতা উড়িয়ে দিচ্ছেন না রোডস। তবে মঙ্গলবার দুবাই স্পোর্টস সিটিতে অনুশীলন শেষে নিজেদের বার্তাটাও বাতাসে ছড়িয়ে দিলেন বাংলাদেশ কোচ।

এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে আজ বিকালে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ী দলটি আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে। সে হিসেবে আজ ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল। ম্যাচটি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে বলা হয়েছে, দুই দলের দুই ক্রিকেটারই ম্যাচের ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এদের একজন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, অন্যজন পাকিস্তানের শোয়েব মালিক।

শোয়েব মালিক সম্পর্কে বলা হয়েছে, এই টুর্নামেন্টে পাকিস্তানের মূল রানমেশিন। ৪ ম্যাচে ইতোমধ্যে ১৮১ রান সংগ্রহ করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিপক্ষে নিজের ওয়ানডে রেকর্ডটা সমৃদ্ধ করতে চাইবেন তিনি। কারণ, বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র একটি অর্ধশতক রয়েছে তার ঝুঁলিতে।

মুস্তাফিজ সম্পর্কে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে তার দুর্দান্ত বোলিংয়ের কথা তুলে ধরে বলা হয়েছে, শেষ পাঁচ ওভারে বোলিংয়েই তার মূল শক্তির জায়গা। এবং গত তিন বছরে মাত্র দু’জন বোলারের শেষ পাঁচ ওভারে ৬-এর নিচে রান দেওয়ার রেকর্ড রয়েছে। মুস্তাফিজ তাদের একজন।

পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্ত প্রত্যাশা মাফিকখেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে সৌম্যকে দেখা যেতে পারে। এটাই টিম ম্যানেজমেন্টের চাওয়া।

তবে এশিয়া কাপের সর্বশেষ তিন ম্যাচে ৬, ৭ ও ৭ রানে আউট হওয়া তরুণ ওপেনারশান্তর ওপর আস্থা রাখছেন প্রধান কোচ স্টিভ রোডস। পাকিস্তানের বিপক্ষে একাদশে শান্তকে রাখার পক্ষে কোচ। যে কারণে টস হওয়ার আগে বলা মুশকিল কে খেলছেন, সৌম্য নাকি শান্ত।

শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ষষ্ঠ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনাল। এই ম্যাচে যারাই জিতবেতারা খেলবে শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনালে।

শুধু বাংলাদেশই নয়, পাকিস্তান ক্রিকেট দলেও পরিবর্তন আসতে পারে। ভারতের বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়া সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি একাদশের পাশাপাশি খেলার কৌশলেও পরিবর্তন আনতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here