সুনামগঞ্জে সেলাই মেশিন দিবে বলে নারিকে ডেকে ইচ্ছা মত ধর্ষণের অভিযোগ উঠেছে এক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশম্ভরপুর উপজেলায় এ ঘটনা হয়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নির্যাতিতা বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা করেছেন।
নির্যাতিতার অভিযোগ সেলাই মেশিন দেয়ার কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে যান বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ। পরে সেখানে বিশ্রামকক্ষে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।