ইংল্যান্ডের নর্থ ওয়েলস ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালীন সময়ে সেন্ট অ্যাসফ এবং নর্থপের ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়েই ঝামেলার সূত্রপাত। ৩৬ রানের মাথায় আউট হন ম্যাট রায়ান। তবে আম্পায়ার আউট দেওয়ার পরেও মাঠ ছাড়তে চাননি তিনি ৷ রায়ানের দাবি ছিল, বল তার ব্যাটে লাগেনি । এই নিয়ে এক ফিল্ডারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার ৷ যা ক্রমেই হাতাহাতিতে গড়ায়।ক্রিকেট ভদ্রলোকের খেলা বলেই পরিচিত। তবে এবার এই কথাটি ভাঙলো খোদ ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে।
মারামারিতে জড়াতে দেখা গেছে দুই দলের দুই ক্রিকেটারকে।
ফিল্ডারকে ধরে মারতেই শুরু করেন রায়ান। সেই ক্রিকেটারও পাল্টা মারতে ছাড়েননি। এমন ঘটনা ক্রিকেট মাঠে খুবই আশ্চর্যজনক। মাঠে উপস্থিত দর্শকরাও এমন দৃশ্য দেখে হকচকিয়ে যান। শেষ পর্যন্ত রায়ানদের থামাতে এগিয়ে আসেন দলের বাকী ক্রিকেটাররাই ।