Home রাজনীতি নাটোরে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদন্ড
নাটোরে হেরোইন রাখার দায়ে নুরুল ইসলাম (৩৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত নুরুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মঘাটা এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার রাথুরিয়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এমপি সাফারি নামের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালায় নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় এক’শ গ্রাম হেরোইন সহ নুরুল ইসলাম কে আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে বিচারক নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।