দেশের কাছে মাশরাফির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

0
1105

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকালে গণভবন থেকে উন্নয়ন মেলা উদ্বোধন ঘোষণার পর ভিডিও কনফারেন্সিংয়ে নড়াইলের লোহাগড়ার সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্রিকেটে কত ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের। (দেশের) সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের, মাশরাফি।’

জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সে নড়াইলের লোহাগড়ার একজন উপকারভোগীর কথার প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এই যে তার মনের যে চেতনা, কারও কাছে হাত পেতে চলব না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকে মানুষের কাছে ভিক্ষা করে চলতে হতো। আজকে তার পুর্নবাসন হয়েছে এবং নিজের কাজ নিজে করে খেতে পারছেন।’

তার আগে জাতীয় উন্নয়ন মেলাসহ দেশের সব জেলা-উপজেলায় আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বরগুনার তালতলী উপজেলা, বাগেরহাটের ফকিরহাট উপজেলা ও রংপুরের পীরগঞ্জ উপেজলায় সংযুক্ত হয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেলা প্রতদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এসময় নড়াইলবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা একটু অন্য জায়গায় যাই। কারণ বহুলোক দীর্ঘ সময় অপেক্ষা করে আছে। আমরা আরও কয়েকটা জেলায় কথা বলব। আর নড়াইল তো আমার নিজের জায়গা। এখানে তো আমি বহুবার গিয়েছি। আর আপনাদের কাছে তো সবচেয়ে বড় সম্পদ রয়ে গেছে। আমরা ক্রিকেটে কত ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের। (দেশের) সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের, মাশরাফি।’

এসময় মাশরাফির জন্য নড়াইলবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here