Home রাজনীতি ঝিনাইদহে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা
ঝিনাইদহ প্রতিনিধি:প্রথম পর্যায়ের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝিনাইদহে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সেসময় সিভল সার্জন ডা: রাশেদা সুলতানা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডা: জাহিদ আহমেদ,অতিরিক্তি পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, বিএমএ জেলা সাধারন সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ’ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এই দিনে এ-ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদেরকে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে যেতে হবে। এছাড়াও সভায় ওই দিনের কর্মপরিকল্পনা নির্ধারনের পাশাপাশি ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন তারা।
এবারের প্রথম পর্যায়ে ১৪ জুলাই তারিখে জেলার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১ হাজার ৮শ’ ৭২ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সের ২৮ হাজার ৩ শত ৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৩৩ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।