মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌকা ডুবির ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। মংগলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শোভন (৩০)। সে কুমিল্লার মেঘনা থানার চন্দনপুর গ্রামের হাজি শহিদুল্লাহর ছেলে।
তিনি জানান, “বালুরচর এলাকার থ্রি এঙ্গেল শিপ ইয়ার্ডের একদল শ্রমিক কাজ শেষে নৌকাযোগে মেঘনা নদী পার হওয়ার সময় বৈরী আবহাওয়ার কারণে নৌকা ডুবে যায়। এ সময় শোভন মিয়া (৩০) পানিতে ডুবে মারা যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।