বশেমুরবিপ্রবি’র অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

0
284

গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম (হিরা) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাবরক্ষণ কর্মকর্তা ওয়ালিদ মিয়া।

এছাড়া অফিসার্স এসোসিয়েশনের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি-১ উপ-রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন, সহ-সভাপতি-২ জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ হিসাবরক্ষণ কর্মকর্তা চৌধুরী মনিরুল হাসান,  যুগ্ম সাধারণ সম্পাদক-২ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহাবুবুল রহমান (সুমন), কোষাধ্যক্ষ অডিট অফিসার ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী বাজেট কর্মকর্তা তানিয়া ইসলাম, দপ্তর সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) মোঃ ওবায়দুর রহমান, নির্বাহী সদস্যবৃন্দ: সেকশন অফিসার আসলাম হোসেন, সহকারী প্রকৌশলী (সিভিল) তাসনীম রুবায়েত, প্রশাসনিক কর্মকর্তা কবিতা খানম, মোহাম্মদ মাহমুদুল হাসান (রানা), রবিউল ইসলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম একপ্রেস বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন, আজ বুধবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) কক্ষে অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

কর্মকর্তারা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন উপ-রেজিষ্ট্রার খানমোহাম্মদ আলী ওসেকশন অফিসারমোঃ আবু নাঈম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here