ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ দল। বুধবার (৪ জুলাই) অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে দেশের ৮৮তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে পেসার আবু জায়েদ রাহীর। তার চেয়েও বড় চমক একাদশে এক সঙ্গ তিন উইকেটরক্ষক!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনজন উইকেট রক্ষক ব্যাটসম্যান নিয়ে মাঠে নামছে। এদের মধ্যে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে আছেন লিটন দাস। দলে অাছেন মুশফিকুর রহীম ও নুরুল হাসান সোহান। কার হাতে উইকেট রক্ষকের গ্লাভস উঠবে সেটি ফিল্ডিংয়ের সময় জানা জাবে। আভাস মিলেছে সোহানের হাতেই উঠতে পারে।
এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমে ব্যাট করা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জ হবে। কারণ উইকেটে ঘাস আছে। আর এ কারণে পেস আক্রমণ থেকে বেশি সহায়তা পাবেন উইন্ডিজরা।