গার্মেন্টস শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি

0
207
গার্মেন্টস শ্রমিকদের ১৬ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন গার্মেন্টস সেক্টরের তিনটি ফেডা‌রেশন ইউনিয়নের এা্য‌ফি‌লি‌য়েট।
বৃহষ্পতিবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা ব‌লেন, সরকারি কর্মচারীদের বেতন স্কেল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়িভাড়া বৃদ্ধি সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মাথাপিছু, জাতীয় আয় ,দারিদ্রসীমা, পার্শ্ববর্তী দেশের শ্রমিকদের মজুরি দেশের অর্থনৈতিক গতিশীলতা বিবেচনা এবং সর্বোপরি শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনের কথা বিবেচনা করে গার্মেন্ট শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরির দারকার।
বক্তারা বলেন, মালিকদের এবং সরকারের বিবেচনা করা উচিত যে শ্রমিকদের জীবনমান স্বাস্থ্য নিরাপত্তা ও সন্তুষ্টি সাথে উৎপাদন এবং পণ্যের মান সম্পর্কিত। অভুক্ত, অর্ধাহার  শ্রমিকদের দিয়ে অধিক উৎপাদন এবং গুণগত উৎপাদন আশা করা যায় না।
মানববন্ধন থেকে গার্মেন্ট শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণের জন্য সরকার বিজিএমইএ এবং বায়ারদের কে এগিয়ে আসার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here