দৈনিক সমকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরো স্টাফ মোঃ রুবেল খানের শিশুকন্যার রাইফা খানের অবহেলাজনিত ভুল চিকিৎসা কারণে মৃত্যুবরণ করাতে চট্টগ্রাম ম্যাক্স হসপিটালের ডাক্তার বিধান রায় চৌধুরী ও হুমকি প্রদান কারী চট্টগ্রাম বিভাগের বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ন্যাশনাল প্রেস সোসাইটি।
বৃহষ্পতিবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাক্তার ফয়সাল ইকবালের অপকর্মের ধারাবাহিকতা তিনি বিভিন্ন অপকর্মের ডাক্তারদের সেন্টার দেওয়ায় তাহার সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এ অবহেলাজনিত ভুল চিকিৎসায় আর কোন মানুষের মৃত্যু না হয়।
এ সময় তারা এ ধরনের আর কোনো ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা সরকারকে নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণআজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতাউল্লাহ খান আতা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গনি মিয়া বাবুল, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম জহির প্রমুখ।