পাবনা প্রতিনিধি : পাবনায় পদ্মা নদীতে ডুবে দুই শিশুর সলিল সমাধি ঘটেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর রাধাকান্তপুর গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে এই দূর্ঘটনা ঘটে।
দুই শিশুর মধ্যে চর রাধাকান্তপুর গ্রামের আমিরুল হোসেনের ছেলে জিম (৯) এর মরদেহ সন্ধ্যার দিকে নদী থেকে উদ্ধার করা হয়। একই গ্রামের আলম সরদারের মেয়ে আঁখি (৮) নিখোঁজ রয়েছে। রাত দশটা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, এদিন দুুপুরে ঐ দুই শিশু নদী পাড়ে খেলা করার একপর্যায়ে নদীতে পড়ে যায়। আশংকা করা হচ্ছে, নদীর ¯্রােতে তারা ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যার দিকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে কিছু দূরে জিমের মরদেহ উদ্ধার করে। রাত সাড়ে দশটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আঁখি’র কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও তিনি জানান।
পাবনা ফায়ার সার্ভিসেসের দায়িত্বরত কর্মকর্তা তারেক ইকো জানান, রাত সাড়ে আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে নদীতে দুই শিশুর পড়ে যাওয়ার সংবাদ তারা জেনেছেন। কিন্তু পাবনায় কোনো ডুবুরী না থাকায় তারা আগামীকাল শনিবার সকালে উদ্ধার অভিযানে যাবেন।