জাপানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত অর্ধশত মানুষ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিরোশিমা শহর। সেখানে গেলো বৃহস্পতিবার থেকে মুষলধারে বৃষ্টিতে কয়েকশ’ বাড়িঘর তলিয়ে গেছে। ওই এলাকায় ১৫ লাখ বাসিন্দ্সহ বন্যা কবলিত ৪০ লাখ মানুষকে জরুরিভিত্তিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া, টোকিও থেকে ৬শ’ কিলোমিটার দূরের মোটোয়ামা শহরে শুক্রবার সকাল থকে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া বিভাগ।