ঘুরে আসুন ঢাকার অদূরেই অপরূপ এক গ্রাম

0
331

জীবন নাহার: মাত্র কয়েক ঘন্টায় ঘুরে আসুন ঢাকার অদূরেই কেরানীগঞ্জ উপজেলা (এর কোনো একটা গ্রাম-নাম জানিনা) থেকে। ঢাকার এত কাছে এত সুন্দর একটা গ্রাম আছে জানতাম ই না! যান্ত্রিক কোলাহল মুক্ত,মেঠো পথ, নদী, সব ই পাবেন।

যেভাবে যাবেন: ঢাকার যে কোনো প্রান্ত থেকে মোহাম্মদ পুর/বসিলা ব্রীজ। ব্রিজ পার হলেই গ্রামের শুরু। ব্রিজের আগে অনেক সিএনজি দাঁড়ানো থাকে।রিজার্ভ সি এন জি নিতে পারেন।

আমরা বাইকে গিয়েছিলাম।আড়াই ঘন্টায় প্রায় সম্পূর্ণ গ্রাম ঘুরেছি। জ্যাম নেই, সহজেই যেতে পারবেন। মুরগী, টার্কির খামার ও আছে অনেক।খুব সুন্দর গ্রাম টা।

এট্টু ভেতরের দিকে গেলে লেক এর মত খুব সুন্দর জলা আছে একটা, অনেককে ঘুরতে গিয়ে সেখানে গোসল দিতেও দেখেছি। চাইলে নদীতে নৌকা ভাড়া করে ঘুরতেও পারবেন।বসিলা ব্রীজের নিচেই নৌকা থাকে অনেক।

দরদাম করে উঠে পড়ুন আমাদের বাইক থাকায়+ সময় স্বল্পতার জন্য নৌকায় উঠতে পারিনি :(আর রাস্তার পাশে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, রিসোর্ট ও আছে একটা। চাইলে খাওয়া-দাওয়া, রেস্ট সব ই সারতে পারেন এসব রেস্টুরেন্ট গুলোয়।ফেরার সময় সিএনজি/ লেগুনাতে ব্যাক করতে পারেন।

আমরা দুপুর আড়াইটার দিকে গিয়েছিলাম, সাড়ে পাঁচ টার দিকে ব্যাক করেছি।

গ্রামের মানুষগুলো যথেষ্ট অমায়িক, গ্রামটাও পরিস্কার। তাদের অযথা বিরক্ত করবেন না, পরিবেশ নোংরা করবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here