ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র আলাউদ্দিন মাতুব্বর অন্তরের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
রোববার দুপুের ফরিদপুর প্রেসকাবের সামনের মুজিব সড়কে আধাঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
এসময় অন্তরের পরিবারের সদস্যসহ প্রায় দুই শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। মানবন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, মুফতি সালমান ফরিদী, আলমগীর হোসেন, ওদুদ শেখ, অন্তরের দাদী ভানু বেগম, চাচী রিভা খাতুন ও মা জান্নাতি বেগম।
বক্তারা অন্তর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে অন্তরের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।