ঘুরে আসুন ইয়ারপুর ব্যাপারি পাড়া

0
592

নাজিম শাহেদ: ঢাকার আশেপাশে ঘোরার জায়গা বলতেই দিয়াবাড়ি কিংবা সাহদুল্লাহপুর গোলাপ গ্রামে সীমাবদ্ধ থাকতে হয়। এই জায়গা গুলায় যারা বোর হয়ে গিয়েছেন তাদের জন্য ঢাকার কাছে হিডেন এই জায়গাটা। হিডেন বলছি কারন এই জায়গার যোগাযোগ ব্যবস্থা তেমন একটা উন্নত না হওয়াতে ঢাকার বেশিরভাগ মানুষ পরিচিত না এই জায়গার সাথে।

ঢাকার পার্শ্ববর্তী আশুলিয়া থেকে ৩.৫ কিলো দূরেই এই জায়গা। জিরাবো-কাশিমপুর বাইপাস রোড। রোড বলতে মাটির রাস্তা। তুরাগ নদীর উপর দিয়ে কাশিমপুর পর্যন্ত দীর্ঘ মাটির কাঁচা রাস্তা চলে গিয়েছে। শান্ত নদীর অশান্ত বাতাসে মন জুড়াবে গ্যারান্টেড। তবে সবচাইতে আকর্ষনীয় ব্যাপারটা হচ্ছে সানসেট দেখা। ছবিগুলো ফোনে তোলা, কোন প্রকার ইডিট ও করা হয়নি। ছবি দেখেই বুঝে নিতে পারেন সানসেটের সৌন্দর্য।

যেভাবে যাবেনঃ
মিরপুর ১০ থেকে আলিফ/মোহনা বাসে জিরাবো বাজার। ভাড়া ৩০ টাকা। কিংবা উত্তরা হয়ে আসলে আশুলিয়া ক্লাসিক বাসে জিরাবো বাজার। ভাড়া ২৫ টাকা।
জিরাবো থেকে রিকশায় ইয়ারপুর ব্যাপারি পাড়া। ২০ টাকা ভাড়া।

আর হ্যা, বর্ণছটা নামে একটা পার্ক ও আছে পাশেই। পিকনিকের জন্য মানানসই একটা পার্ক। গুগলে এই পার্কের ছবি পাবেন। পার্কে এন্ট্রি ফি ৫০টাকা (জনপ্রতি)। তবে নদীর পাড়টা অবশ্য ফ্রি।

আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, সুন্দর জায়গা গুলোকে সুন্দর থাকতে দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here