জয়পুরহাট প্রতিনিধি : শহরাঞ্চলের পাশাপাশি গ্রাম পর্যায়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী পাথরঘাটা রাস্তার উভয় পাশের্^ এবং আটাপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া তুলশীগঙ্গা নদীর উভয় তীরে ফুল ও ফলের পাঁচ হাজার চারা রোপণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা ভুমি অফিসের উদ্দ্যোগ ‘ল্যান্ড সার্ভিস নেটওয়ার্ক’ এর আওতায় ঐতিহ্যবাহী পাথরঘাটার সৌর্ন্দয্য বৃদ্ধি ও দৃষ্টি নন্দন করে তুলতে এসব ফুল ও বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করা হয়।
এ কর্মসুচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পাঁচবিবি ভুমি অফিসের সহকারি কমিশনার এ কে এম হেদায়েতুল ইসলাম, পাঁচবিবি বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্য লোকমান হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই মাষ্টার প্রমুখ।