২০২০ জন শিক্ষক নিয়োগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

0
392

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় দুই হাজার ২০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামী ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ৬৪ জেলার ৫০৫টি উপজেলা/জোনে দুটি করে মোট ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় মোট দুই হাজার ২০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে।

সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। এসব শিক্ষক ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করাবেন।

পদের সংখ্যা : দ্বীনশিক্ষা-কওমী নেসাবের শিক্ষক এক হাজার ১০ জন।

শিক্ষাগত যোগ্যতা : দাওরায়ে হাদীস

বেতন : ১১,৩০০ টাকা

পদের সংখ্যা : দ্বীনশিক্ষা-আলিয়া নেসাবের শিক্ষক এক হাজার ১০ জন।

শিক্ষাগত যোগ্যতা : ফাজিল পাস হতে হবে।

বেতন : ১১,৩০০ টাকা

আবেদনপত্র ডাকযোগে/সরাসরি নির্ধারিত ফরমে প্রকল্প পরিচালক, ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প’, ইসলামিক ফাউন্ডেশন ভবন, প্লট-ই-৪/এ, সিভিক সেক্টর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭ বরাবরে প্রেরণ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগীয়/জেলা কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ওয়েবসাইট www.ifmoushik.gov.bd বিজ্ঞপ্তি ও আবেদন ফরম পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here