নাটোর প্রতিনিধি : “মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ” এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলে আজ বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের আয়োজনে সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদনি করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে ডাঃ নূরুল হক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি সহ অতিথিবৃন্দ।