এজবাস্টনে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত। সেখানে প্রথম একাদশে রয়েছেন ওপেনার শিখর ধাওয়ান। বৃহস্পতিবারই আবার তাঁর স্ত্রী’র জন্মদিন। ইচ্ছা থাকলেও দিনটা একসঙ্গে কাটানো সম্ভব নয়। অবশ্য স্ত্রী আয়েশাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি ধাওয়ান।
এক আবেগঘন বার্তায় ধাওয়ান বলেছেন, ‘শুভ জন্মদিন। তুমিই আমার সেরা ভালোবাসা। আমার জীবনকে সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। আমার পরিবারের স্তম্ভ তুমি।’ স্ত্রী’র একটি ছবিও পোস্ট করেছেন ধাওয়ান।
চেতেশ্বর পুজারার পরিবর্তে এজবাস্টন টেস্টের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ধাওয়ান। একমাত্র প্রস্তুতি ম্যাচে রান পাননি তিনি। টি-টোয়েন্টি সিরিজে করেছিলেন মাত্র ১৯। ওয়ানডে সিরিজে ১২০। ছন্দে ছিলেন না। তবুও অধিনায়ক কোহলি আস্থা রেখেছেন ধাওয়ানের ওপর। কারণ বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা রাখেন তিনি।
কিন্তু প্রথম ইনিংসে ধাওয়ান সেই আস্থার প্রতিদান দিতে পেরেছেন সামান্যই। ২৬ রানে আউট হয়ে গেছেন ধাওয়ান। যদিও দ্বিতীয় ইনিংসে এখনো সুযোগ রয়েছে বড় ইনিংস খেলার।