ফখরুলের নেতৃত্বে দিয়ার বাসায় বিএনপি নেতারা

0
258

স্টাফ করেসপন্ডেন্ট: বাসের চাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধাবার (২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে দিয়ার মহাখালির বাসায় মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলটির নেতারা যান।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিনিধি দলে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী রয়েছেন।

শায়রুল কবির খান খান জানান, বিএনপির নেতারা দিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here