বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট পৌর যুবলীগ নেতা ক্রীড়া ব্যাক্তিত্ব মো: খালিদ হাসান (৩৮) মৃত্যুবরন করেছেন। শুক্রবার সন্ধ্যা বাগেরহাট শহরের নূর মসজিদ রোড়ের পানির ট্যাংক এলাকায় তার নিজের বাসভবনে হৃদযন্ত্রেয় ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তিনি বাগেরহাট পৌর যুবলীগের সদস্য ছিলেন। শনিবার সকালে তার জানাজা নামাজ শেষে সদর উপজেলার কড়াপাড়ায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
যুবনেতা খালিদ হাসানের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সদর উপজেলা যুবলীগ, বাগেরহাট পৌর যুবলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খালিদ হাসানের মৃত্যুতে বাগেরহাট পৌর যুবলীগ দুই দিনের শোক কর্মসূচী গ্রহন করেছে। শনিবার ও রবিবার কালো ব্যাচ ধারন , মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রেলরোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া ও স্বরণসভা আয়োজন করা করা হয়েছে।
অকাল প্রয়াত খালিদ হাসান মুক্তিযাদ্ধা শেখ আবু বক্কর সিদ্দিক এর ছোট ছেলে।