গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ প্রশাসন এ র্যালীর আয়োজন করে।
আজ রবিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।
এ র্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার. ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: আসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
র্যালী শেষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: আসলাম খান, সকলকে ট্রাফিক আাইন মেনে চলার আহবান জানান।