জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশএরশাদুল বারী তুষার, জয়পুরহাটঃ জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী নজরুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত। আদালতের বিচারক ড. এবিএম মাহমুদুল হক রবিবার দুপুরে এ রায় ঘোষনা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী সদর উপজেলার ধুলাতর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৫ সালের ৭ মে রাতের কোন এক সময়ে আসামী নজরুল ইসলাম তার নিজ বাড়িতে স্ত্রী পলি আকতারকে স্বাশ রোধ করে হত্যা করে মৃতদেহ বাড়ির পাশে পুকুরে ফেলে রাখে। পরদিন সকালে স্থানীয়রা মৃতদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
পরে একই বছরের ৭ জুলাই তারিখে নিহতের পিতা আব্দুল জব্বার বাদী হয়ে জয়পুরহাট আদালতে মামলা দায়ের করেন। পরে মামলাটি পুলিশ তদন্ত করে স্বামী নজরুল ইসলামকে একমাত্র আসামী করে আদালতে চার্জশীট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানী শেষে আজ দুপুরে এ রায় ঘোষনা করেন।