সোমবার সকাল থেকে সারাদেশে বাস চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
রোববার রাতে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘সারা দেশের পরিস্থিতি এখন ভালো মনে হচ্ছে। আমরা নিরাপদ বোধ করছি; বাস চালানোর মতো পরিবেশ তৈরি হয়েছে। তাই মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কাল (সোমবার) সকাল থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে দেশব্যাপী বাস চলাচল বন্ধ রাখা হয়।