
এখনো রবীন্দ্রনাথ
হাফিজুর রহমান
এখনো রবীন্দ্রনাথ তুমি শুধু কবি !
রূপ আর অরূপের বিরুপাক্ষ গুরু
আজো তাই রবিচর্চা অন্ধকার তরু ;
যেটুকু পাওয়া তার হারিয়েছে সবই ?
জীবনের ধর্ম বড় ছাঁচে ঢালা ছবি
ভাবের বিভূতি রঙে যেখানেই শুরু
একান্ত অব্যর্থ তার নিত্য গুরু গুরু,
তাই শুধু কবি তুমি, শুধু কবি, রবি !
যে তোমাকে কর্মযোগে গদ্যমন্ত্রে চেনে
মানুষের দীর্ণ প্রাণ, সমাজের ত্রুটি
কর্ম আর বিশ্বপ্রাণে মিলিয়েছে জুটি
তোমার পথিক মন্ত্রে পথ বুকে টেনে ;
তোমারে প্রাণের সুরে দেখেছে সঠিক
কই সে জীবনবাদী রবীন্দ্র-প্রেমিক !