এরশাদুল বারী তুষার: জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমঞ্জ তেলিহার গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষনের স্বীকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের স্বীকার ওই শিশুকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক জনিকে আটক করেছে পুলিশ।
কালাই থানা পুলিশ জানায়, মোসলেমগঞ্জ তেলিহার গ্রামে রোববার সন্ধার দিকে বাড়ির বাহিরে শিশুটি দাড়িয়ে ছিল, এসময় একই গ্রামের আব্দুর রশিদের ছেলে জনি শিশুটিকে উঠিয়ে নিয়ে বাড়ির পার্শে¦ একটি বাঁশ ঝাড়ে নিয়ে তাকে ধর্ষন করতে থাকে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ স্থানীয়দের ও পরিবারের সহযোগীতায় ধর্ষক জনিকে আটক করে। এ ঘটনায় কালাই থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।