স্টাফ করেসপন্ডেন্ট: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের করনীয় ঠিক করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করা হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজণৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া। তিনি জানান, বৈঠকে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোটের অবস্থান ও জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে কথা বলতেই এ বৈঠক আহ্বান করা হয়েছে।