কাগজপত্র বিহীন গাড়ি এখন রাস্তায় বের হচ্ছে না : ঢাকা রেঞ্জ ডিআইজি

0
293
ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, শিক্ষার্থীদের তল্লাসীর কারণে কাগজপত্র বিহীন অনেক গাড়ি এখন রাস্তায় বের হচ্ছে না।
আন্দোলনরত শিক্ষর্থীরা সরকারের ঢাকে সারা দিয়েছে, শিক্ষার্থীদেও অভিযোগ সরকার সহানুভুতির সাথে বিবেচনা করেছেন, এটা বুঝতে পেরে এবং সরকারের আহ্বানে সাড়া দিয়ে অভিভাবকরা তাদের সন্তানদের রাস্তা থেকে শ্রেনী কক্ষে যাওয়ার কথা বলেছেন।
এ ধারা অব্যাহত রাখবেন ছাত্ররা শ্রেনী কক্ষে ফেরত যাবে এবং অন্যান্য কার্যক্রম আইনহত ভাবে চলবে। তিনি এলেন, ছাত্র আন্দোলনের সময় গাড়ি চলাচল কম থাকায় সব গাড়ি চেক করা সম্ভব হয়েছে। আর অন্য সময় গাড়ি চলাচল বেশী থাকায় সব গাড়ি এক সাথে চেক করা যায় না।
পুলিশের ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের কয়েকটি চেক পোষ্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সাথে ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, ফারুক হোসেন, নারায়ণগঞ্জ সার্কেল বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নুরুল হোসেনসহ স্কাউট সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here