Home লিড ১ আইওসি’তে যোগ দিতে শেখ হাসিনাকে শ্রীলংকার প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
চলতি মাসের শেষের দিকে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘আইওসি-২০১৮’তে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী এবংইন্ডিয়ান ওশান কনফারেন্সের (আইওসি) চেয়ারপারসন রনিল বিক্রমাসিংহে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানিয়েছেন, শ্রীলংকার প্রধানমন্ত্রী সোমবার (৬ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং প্রায় ১০ মিনিট কথা বলেন। বিক্রমাসিংহে তৃতীয় ‘আইওসি’তে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী ২৭-২৮ আগস্ট দু’দিনব্যাপী তৃতীয় আইওসি-২০১৮ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় আইওসি গত বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল।