পাবনা প্রতিনিধি : অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে পাবনার চাটমোহরে পালিন করা হলো বীরবল খ্যাত বিখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর ১৫০তম জন্মবার্ষিকী। প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকেল চারটায় চাটমোহরের হরিপুরে সাহিত্যিকের পৈত্রিক ভিটায় অবস্থিত প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগারে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পাবনার জেলা প্রশাসক জনাব মো. জসিম উদ্দিন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগামীতে প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগারকে সাহিত্য চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পুকুরগুলো উদ্ধার করে মাছ চাষের ব্যবস্থা করলে লাইব্রেরীর কাজে লাগবে। এজন্য লাইব্রেরীর উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে করে এখানে পল্লী অঞ্চলের মানুষ বই পড়ার অভ্যেস গড়ে তুলে সাহিত্য চর্চায় এগিয়ে আসতে পারে। দুর-দুরান্ত থেকে কবিপ্রেমীরা এখানে এসে যাতে বিফল হয়ে ফেরত না যায় সে লক্ষ্যে প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগারকে আরো সমৃদ্ধ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবীর রনজু, সহ-সভাপতি শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মমিন, যুগ্ম সম্পাদক এস এম আলী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলী হায়দার, প্রচার সম্পাদক ইশারত আলী, হরিপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানসহ সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাবনার চাটমোহরের হরিপুরের জমিদার বংশের সন্তান সাহিত্যিক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে মাতুলালয়ে জন্মগ্রহন করেন।