আব্দুল্লাহ আল মামুন: কোমলমতি বাচ্চাদেরকে সামনে রেখে মিথ্যা গুজব দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করাটা নিচু মনমানসিকতার পরিচয়। গুজবে ভরা বাংলাদেশ। কেউ কিছু একটা শেয়ার করলেই হয়েছে। মুহূর্তের মধ্যে হাজার হাজার শেয়ার। সত্য মিথ্যা যাচাই করার দরকার নাই আমাদের।
ছোট ছোট বাচ্চারা তাদের সহপাঠীর মৃত্যুতে দাবী জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও আন্তরিক ভাবে মেনে নিয়েছেন। অনেক পদক্ষেপ ও নিয়েছেন এবং নেবেন। তার পরেও ছোট ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে অনেকের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য।
আমার যদি সরকারের কাজে ভালো না লাগে তা হলে আমি প্রতিবাদ করবো। কিন্তু তা বলে কোমলমতি বাচ্চাদেরকে সামনে রেখে মিথ্যা গুজব দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করাটা নিচু মনমানসিকতার পরিচয়।
ফেসবুকে কিছু শেয়ার করার আগে আমাদের আরো অনেক চিন্তা করার প্রয়োজন। গুজব নাকি সত্যি।