বাংলাদেশের মাটিতে গোল্ডেন রাইস চাষ করতে না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।
বুধবার ৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকের সর্বভৌমত্ব বিনাশী গোল্ডেন রাইস বাংলাদেশের মাটিতে চাষ করতে দেয়া হবে না। দেশের মাটিতে চাষ হলে মানুষের স্বাস্থ্য যেমন ক্ষতি হবে তেমনি কৃষি খাত ধ্বংসের দিকে ধাবিত হবে।
বক্তারা আরো বলেন, সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের বিশেষ ধ্বংস সাধন হয়েছে। কৃষি ক্ষেত্রে ধ্বংসের নীতি পরিহার করে পরিবেশ বান্ধব পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তারা আরো জানান, বাংলাদেশের গোল্ডেন রাইস অনুমোদন দেয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ইতিমধ্যে জিএমও বিটি বেগুন অনুমোদন দেয়া হয়েছে। গোল্ডেন রাইস একদিকে অস্বাস্থ্যকর অন্যদিকে এর ফলন স্থানীয় জাতের চেয়ে ভালো নয় এবং বলা হচ্ছে শিশুদের ভিটামিন এ এর ঘাটতি পূরণ হবে কিন্তু এর কোনো প্রমাণ নেই তাই এদেশের মাটিতে গোল্ডেন্ রাইস চাষ করতে দেয়া হবে না।
আয়োজক সংগঠনের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান,রেহানা বেগম, আশা মনি প্রমুখ।