১২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘আসমানী’

0
465

পল্লী কবি জসীমউদ্দিনের লেখা ‘আসমানী’ কবিতার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘আসমানী’। এতে নামচরিত্রে অভিনয় করবেন নবাগত নায়িকা সুস্মি রহমান। তাঁর বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। আগামী ১২ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে। সম্প্রতি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে ছবিটি নিবন্ধন করিয়েছে পরিচালক সাখাওয়াত হোসেন। এমনটাই জানালেন পরিচালক।

তিনি বলেন, ‘আমরা গতকাল প্রযোজক সমিতি থেকে ছবি মুক্তির তারিখ পেয়েছি। আগামী ১২ অক্টোবর ছবিটি মুক্তির জন্য নিবন্ধন করিয়েছি আমরা। সেই হিসেবে মুক্তির সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বড় করে প্রচারের চিন্তা রয়েছে। ঈদের আগেই আমরা ছবির প্রচার শুরু করব।’

কবিতা থেকে ছবি নির্মাণ নিয়ে বলেন, ‘আমি আসলে পল্লীকবি জসীমউদ্‌দীনের লেখা ‘আসমানী’ কবিতার ছায়া অবলম্বন করে এই ছবিটি বানিয়েছি। আসমানী গ্রামের অসহায় একটি মেয়ে, শহরেও অনেক আসমানী আছেন। আমি গল্পের সময়কাল বর্তমান ও অতীত মিলিয়ে ছবিটি নির্মাণ করছি। সব মিলিয়ে বর্তমান সময়ের একটি ছবি হবে আসমানী।’

ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়ক বাপ্পী। এরই মধ্যে তিনি নিজের অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এই ছবিতেও তিনি দারুণ অভিনয় করেছেন। তবে আমরা সাধারণতো নায়ক বাপ্পীকে যে লুকে দেখি এই ছবিতে দর্শক ভিন্নতা পাবে। গল্পের প্রয়োজনেই বাপ্পীকে আমি নতুন ভাবে উপস্থাপন করেছি।’

নবাগত সুস্মিকে নিয়ে  সাখাওয়াত হোসেন বলেন,  ‘এই ছবি দিয়ে নবাগত সুস্মি রহমান অভিনয়ে এসেছেন। আমি অনেক আগে থেকে নির্মাণের সাথে যুক্ত। আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে এই মেয়েটি অনেক দূর যাবে।

সে এতো ভালো অভিনয় করেছে যে আমি অতটা আশা করিনি। অনেক গল্পই আছে যেখানে অভিনয় করার মতো সুযোগ থাকে না। এই ছবিতে অভিনয় করার মতো সুযোগ ছিল সুস্মির। আশা করি দর্শকও তার অভিনয় পছন্দ করবে।’সাখাওয়াত হোসেন পরিচালিত ‘জয় নগরের জমিদার’ ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here