নিচু মানসিকতা পরিবর্তন করতে বললেন সাকিব

0
242

ফ্লোরিডার হোটেল লবির ঘটনা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। ঘটনার সূত্রপাত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচটি জয়ের পর। এক ভক্ত সেলফি ও অটোগ্রাফের জন্য সাকিব আল হাসানের কাছে বায়না ধরে।

সাকিব তাঁর আবদার মেটানোর পরও সেই ভক্ত আরো বেশি কিছু আশা করেছিলেন। বাংলাদেশের অধিনায়ক সে ব্যাপারে রাজি না হওয়াতে বাজে ভাষা ব্যবহার করেন সেই ভক্ত। আর তাতেই ক্ষেপে তেড়ে যান সাকিব। মাথা গরম করে বাজে অঙ্গভঙ্গি করে বসেন।

সাকিবের এই আচরণের বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সর্বত্রই। অনেকেই ভক্তের সমালোচনা করছেন। আবার অনেকে সাকিবকেই ধুয়ে দিচ্ছেন। অনেকেই আবার বলছেন, ভক্ত তারকার কাছে অনেক কিছুর আবদার করতে পারে, কিন্তু তাই বলে তারকা কেন বাজে অঙ্গভঙ্গি করবেন।

তবে সাকিব তাঁর ফেসবুক পেজে নিজেই পুরো ঘটনাটির ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ রাখতে না পারি তবে তা ব্যক্তিগতভাবে নেবেন না কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কেমন মুডে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোনো সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না।’

সেই রাতে হোটেল লবিতে যা হয়েছিল তার একটা বর্ণনাও দিয়েছেন সাকিব, ‘সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে ও আমার তথাকথিত “ফ্যান” এর সঙ্গে তর্ক বিতর্ক করতে দেখা যায়।

এই ভিডিও ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না। পর পর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মী বেশ ক্লান্ত ছিলাম। আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম এবং ব্যাগ বহন করছিলাম তাই আমাদের হাত পূর্ণ ছিল, তাই কোনোভাবেই অটোগ্রাফ দেওয়ার অবস্থায় ছিল না। আমরা সর্বদাই আমাদের ভক্তদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সঙ্গে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্ত গুলি ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদেরও বুঝতে হবে আমরাও মানুষ।’

পোস্টে সাকিব ভক্তদের প্রতি তাঁর ভালোবাসাও ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমি আমার ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা কোনো লিগের জন্য হোক। একই সঙ্গে আমি আমার ভক্তদের কাছ থেকে সম্মান, ভালোবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি।’

যারা অতি সমালোচনা করেছেন তাদের এক হাত নিয়ে সাকিব লিখেছেন,‘ আমি জানি কিছু মানুষ, যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না, কিন্তু সর্বদা ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই নিচু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি, নতুন কোনো চাপ প্রয়োগ না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো। আর এই মানসিকতার বাইরে যারা আছেন, আমি সর্বদা তাদের পাশে আছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here