নাটোর প্রতিনিধি : নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে নাটোরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপল্েয আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডঃ রাজ্জাকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলী, নাটোর প্রেসকাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসাহাক আলীসহ নাটোরে কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে নাটোরের ১৩ লাধিক ভোটারের হাতে এই স্মার্ট জাতীয় পরিচয় পত্র নির্ধারিত স্থানে বিতরন করা হবে।