কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
230
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০পিস ইয়াবাসহ প্রবীর কুমার রায় ওরফে চন্দন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে মাদ্রমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত প্রবীর কুমার রায় ওরফে চন্দন কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর গ্রাম অভিযান চালায় কোটালীপাড়া থানা পুলিশের একটি দল। এসময় ওই স্থান থেকে ১০পিস ইয়াবাসহ প্রবীর কুমার রায় ওরফে চন্দনকে গেওফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here