কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর গ্রাম অভিযান চালায় কোটালীপাড়া থানা পুলিশের একটি দল। এসময় ওই স্থান থেকে ১০পিস ইয়াবাসহ প্রবীর কুমার রায় ওরফে চন্দনকে গেওফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।