Home রাজনীতি নাটোরকে শতভাগ স্কাউটস জেলা ঘোষণা করা হবে ১১ আগষ্ট
নাটোর প্রতিনিধি : ৫ হাজার শিক্ষার্থীর কুচকাওয়াজ ও ডিস-প্লের মধ্যদিয়ে নাটোরকে শতভাগ স্কাউটস জেলা ঘোষণা করা হবে আগামী ১১ আগষ্ট শনিবার। স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে দেশের দ্বিতীয় জেলা হিসাবে নাটোরকে এই ঘোষণা দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও প্রধানমন্ত্রীর এস ডি জি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। শনিবার সকাল থেকে জেলার ১২৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইটি করে দলের বাছাইকৃত ৫ হাজার শিক্ষার্থী এতে অংশ নেবে। এজন্য জেলার ৭টি উপজেলাকে রংধনুর ৭টি রঙ-এ সজ্জিত করা হবে।
বৃহস্পতিবার সকালে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকের সাথে মতবিনিময় কালে এ তথ্য জানান জেলা স্কাউটস এর সভাপতি ও নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্ িছিলেন জেলা স্কাউটস এর কমিশনার এনামুল হক, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. রাজ্জাকুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বেশাখী টেলিভিশনের নাটোর প্রতিনিধি ইসাহাক আলীসহ অন্যান্যরা।