‘অভিনয়’ শিরোনামে নতুন একটি গানে সম্প্রতি কন্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন। সজীব দাসের সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন তারেক বিন ফিরোজ। সম্প্রতি মোহাম্মদপুরে সজীব দাসের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।
গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, দীর্ঘ পাঁচবছর পর আবারও তারেক বিন ফিরোজের কথায় গান করলাম। ‘অভিনয়’ গানটির কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। গানটির কথা যেমন সুন্দর তেমনি এর সুর ও সঙ্গীতায়োজন একেবারেই আলাদা। আমার অন্যান্য গানের মতো শ্রোতারা এ গানটি শুনেও নিরাশ হবেন না বলতে পারি।
গানটির গীতিকার তারেক বিন ফিরোজ বলেন, সব প্রেমেই কিছু ভিন্ন ভিন্ন গল্প থাকে। এ গানটিও সেরকম একটি ব্যাতিক্রম গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এফ এ সুমন ভাই গানটি চমৎকার গেয়েছেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
অভিনয় গানটির সঙ্গীত পরিচালক সজীব দাস বলেন, একেবারেই ভিন্ন রকমের একটি গান ‘অভিনয়’। আমার কাছে গানটি পুরোই আলাদা মনে হয়েছে। বাকিটা শ্রোতারা বিচার করবেন।
এদিকে, অভিনয় গানটির চমৎকার একটি মিউজিক ভিডিও তৈরী করা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আশরাফ তানজিন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিউজিক ভিডিওটির শুটিং করা হয়েছে। এতে মডেল হিসেবে ছিলেন, ফাতেমা, ফারহান ও মুন্না।
উল্লেখ্য, ‘অভিনয়’ গানটি আসছে ঈদে জনপ্রিয় একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বাজারে আসবে।