মুন্সীগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত এক

0
258

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং এ র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী মকবুল (৩৬) নিহত হয়েছে।

এ সময় আহত হয়েছে র‌্যাবের দুই সদস্য। আহত সদস্যদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন , ২টি মোবাইল ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৬০০ টাকা।

র‌্যাব ১১, সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লৌহজং উপজেলার কুমাড়ভোগ পদ্মা সেতু পুর্বাসন এলাকার এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে- গোপন সুত্রের মাধ্যমে এমন খবর পেয়ে শুক্রবার ভোর পৌণে চারটার দিকে র‌্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদকব্যবসায়ীদের সাথে র‌্যাবের গুলি বিনিময় ঘটে। এ সময় ৪-৫ জন মাদক ব্যাবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ মকবুল কে পড়ে থাকতে দেখা যায়। পরে মকবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

তিনি আরো জানান, নিহত মকবুলের নামে ১২ টির মত মাদক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here