জানার শেষ নেই

0
262

লুৎফর রহমান হিমেল: সাংবাদিকতায় জানার শেষ নাই। জানার চেষ্টা বৃথা তা-ই। বাংলাদেশে ত আরও বৃথা। মানে মহাবৃথা। সাংবাদিকতা করি তা-ও ত দেড় যুগেরও বেশি সময় হবে। তাই মফস্বলে গেলে এখনো যে প্রশ্নটির সামনে পড়ি, সেটিও এই সাংবাদিকতা সংক্রান্তই। সেই প্রশ্নটির উত্তর অবশ্য আমি সঠিকভাবে আজও দিতে পারিনি।

প্রশ্নটি খুবই সোজা। বলেই ফেলি প্রশ্নটি, দেখুন ত আপনারা পারেন কিনা।

”প্রতিটি সংবাদ একেবারে কলামের শেষে ঠিক জায়গায় গিয়ে কীভাবে শেষ হয়? একটা শব্দ বেশিও হয় না, কমও হয় না! কীভাবে সম্ভব এইটা!”

আমি এই প্রশ্নের জবাব গুছিয়ে উঠতে পারি না। না পেরে তাদের বলি, এ জন্যই ত সাংবাদিকতা খুব কঠিন জিনিসরে ভাই। সবাই এই সাংবাদিকতা করতে পারে না। বুঝলেন?

প্রশ্নকর্তারা এরকম একটা জবাব শুনে আর এ বিষয়ে আগে বাড়তে সাহস পান না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here