মুন্সিগঞ্জে অটোবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

0
210
মুন্সীগঞ্জে গনপিটুনিতে ডাকাত নিহতমুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোবাইকের ধাক্কায় শাহিনা আক্তার(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে সদরের মিরেশ্বরাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে মিরেশ্বরাই এলাকার ইদ্রিস আলীর মেয়ে। এই ঘটনায় আহত হয়েছে মঈনউদ্দিন(৫৫) নামে এক বৃদ্ধা এবং অটোবাইকের যাত্রীরাও আহত হয়।
স্থানীয় প্রত্যদর্শী সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে গোসল শেষে দৌড়ে রাস্তা পারের সময় দ্রত গতির একটি ব্যাটারিচালিত অটোবাইক ধাক্কা দেয় শাহিনাকে। এসময় উল্টে পড়ে যায় অটোবাইকটি এবং আহত হয় যাত্রীরাও।
গুরুতর আহত অবস্থায় শাহিনাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন। এরপর নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রণয় মান্না দাস জানান, প্রচন্ড রক্তরণের কারনে শিশুটির মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার আগেই তার মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here