শচীনের ২২ বছরের ক্যারিয়ারে সেরা মুহূর্ত কোনটি, জানেন?

0
205

তাঁকে ডাকা হয় ভারতীয় ক্রিকেটের ঈশ্বর বলে। টেস্ট এবং ওয়ানডের যাবতীয় রেকর্ড মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকারের দখলে। দীর্ঘ ২২ বছরের ক্রিকেট জীবনে একাধিক সম্মান পেয়েছেন। একাধিক কীর্তি গড়েছেন। কিন্তু তাঁর কাছে সেরা মুহূর্ত কোনটা? শচীন টেন্ডুলকার ২০১১ বিশ্বকাপ জয়কেই সেরার তালিকায় রাখলেন। তিনি বলেছেন, ‘এই স্বপ্নটাই বরাবর দেখে এসেছি। যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি। এই স্বপ্নটাই দেখেছি।’

বিশ্বকাপ জয়ের পর শচীনকে কাঁধে নিয়ে গোটা ওয়াংখেড়ে প্রদক্ষিণ করেছিল টিম ইন্ডিয়া। শচীন শুধু সতীর্থদের একটা কথাই বারবার বলেছিলেন, ‘দেখো ভাই। আমাকে আবার ফেলে দিও না। এই মুহূর্তটা জীবনে ভুলব না। আমার কাছে স্পেশাল।’

বিশ্বজয়ের সেই রাতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে শচীন বলছিলেন, ‘দারুণ উৎসব করেছিলাম আমরা। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে আমরা হোটেল তাজ এ গিয়েছিলাম। মাত্র ২–৩ কিলোমিটার পথ। আমাদের যেতে সময় লেগেছিল দেড় ঘণ্টা। গোটা রাস্তায় ছিল অসংখ্য মানুষ। টিম বাস এগোতেই পারছিল না। গাড়ির ওপর উঠে মানুষজন নাঁচছিলেন। এরকম উৎসব করতে ভারতের ক্রীড়াপ্রেমী মানুষকে আগে দেখিনি।’

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন। ৩৪,০০০-এর ওপর আন্তর্জাতিক রান। তবুও নতুনদের সামনে নিজেকে বরাবর মেলে ধরেছেন শচীন। তাঁর ভাষায়, ‘নবাগতকে গাইড করতাম। না হলে তো ওরা আড়ষ্ট হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা ক্রিকেটটা টিম গেম। সব বিভাগেই গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা রয়েছে। সবাই সেরাটা দিয়েছিলাম বলেই বিশ্বকাপ জয় সম্ভব হয়েছিল। তাছাড়া আমি জানতাম ২০১১ বিশ্বকাপই আমার শেষ। তাই আলাদা আবেগ ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here